বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১০

শরীরের চুলকানি বা স্ক্যবিস(Scabis)

কারন-সচরাচর একই কাপড় অনেক দিন ব্যবহার করলে ঘাম,ময়লা এসব থেকে এটি হয়ে থাকে। কিন্ত একবার শুরু হলে আর সারতে চায় না।
কারও এটি দেখা দিলে এর কাপড়,বিছনা বা ঘরের সবারই এটি ছড়াবে। অত্যান্ত বিরক্তিকর এক অবস্থা-
বিশেষ করে রাত্রে বিছানাতে ঘুমাতে গেল চুলকানি বেশি হয়।
প্রতিকার- প্রথমত বিছানার চাদর ব্যবহারের সব কিছু সাবান,গরমপানি দিয়ে ধূয়ে রো্দ্রে শুকাতে হবে।তারপর ইস্ত্রি করে ব্যবহার করতে হবে।নতুবা
ঔষধ খেয়ে কোন কাজ হবে না।
চিকিৎসা-১।বাজারে Permithrin জাতীয় ক্রীম পাওয়া যায়।(Lotrix,Permin, Scabex)ইত্যাদি।
ব্যবহারের নিয়ম-রত্রে শোয়ার সময় সম্পুর্ন শরীরে চোখ,মূখ ছাড়া ভাল করে সম্পূর্ন ক্রীম লাগাতে হবে।মাত্র ১ বার লাগালেই চলবে।
খাওয়ার ঔসধ- সচরাচর লাগে না তবু বেশি হলে প্রতিদিন সকালে Loratidine.Fexofanadine HCL180mg(Orin,Loratine etc.
/Alagra180 etc,)৪/৫ দিন খেতে পাড়েন।

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১০

মূখের দূর্গন্থ ও এর সাময়িক প্রতিকার-

অনেক কারনেই আমাদের মূখ থেকে খারাপ গন্ধ আসতে পারে,তার আগে এর থেকে সাময়িক প্রতিকার আবশ্যক।
কারন অনেক মানুষের সাথে কথা বলা থেকে আরম্ভ করে নিজের আপন লোকের সাথেও স্বাভাবিক কথা বার্তা বলা লজ্জা বোধ হয়।
এর থেকে মূক্তি পেতে হলে পড়ূন POVIDINE IODINE MOUTH WASH এর ব্যবহার নির্র্দেশিকা নিচের ঠিকানায় http://thisblogisforyouareyoureadytofun.blogspot.com
সাধারনত আমাদের দেশে অনেক নামে এই ঔষধটি পাওয়া যায় যেমন -ভায়োডিন মাউথ ওয়াশ, পভিসেপ মাউথ ওয়াশ,ইত্যাদি নামে।
ব্যবহার - রাত্রে ও সকালে দাত ব্রাশ করার পর আধা গ্লাস কুসুম গরম পানির সাথে বোতলে সরবরাহ কৃত কাপে ১ কাপ ঔষধ
মিশিয়ে মূখে ৫/৬ মিনিট রেখে গড়গড়া করে কুলি করতে হবে।
সতর্কতা - খাওয়া যাবে না।
এটি দামে সস্তা ও মান সম্মত ,দাম- ২০ থেকে ৩০ টাকার মধ্যে।